গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে ২টি ধান-গম কাটা যন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা কৃষি অফিস চত্ত¡রে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু,উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা ই মাহমুদ। আন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিত সংরক্ষণ অফিসার মোস্তাফিজুর রহমান,উপসহকারি কৃষি অফিসার আবু রায়হান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা কৃষকের হাতে কম্বাইন হারভেস্টার চাবি তুলে দেন।
গোবিন্দগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রেজা-ই-মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা তথ্য প্রোগ্রামার রবিউল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, রাখাল বুরুজ ইউনিয়ন পষিদের চেয়ারম্যান ডিউক চৌধুরী, মহিলা কলেজের শিক্ষার্থী নাফিজা প্রমুখ। পরে অতিথিবৃন্দ মেলার অংশ গ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শ করেন এবং নির্বাচিত ষ্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।