নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১১ জানুয়ারি ২০২৩ আনুমানিক ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী ১টি ট্রাক ও ১টি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ৩ হাজার ৫০০ কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।
এসময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃসেলিম রেজা উপস্থিত ছিলেন। পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার পাগলা এর উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ।