প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীনের ব্যক্তিগত অফিসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারস্থ ব্যক্তিগত অফিসে এ ঘটনা ঘটে।
মুছাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে কে বা কারা আমার ব্যক্তিগত অফিসে ককটেল মেরে পালিয়ে যায়। ককটেলের শব্দে সেখান থেকে লোকজন ভয়ে পালিয়ে যায়। ধারনা করা হচ্ছে, কোম্পানীগঞ্জে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের বিরোধী পক্ষের লোকজন এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, কে বা কাহার পটকা পুটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে। তিনি আরো জানান, এ ঘটনায় দুটি গ্রুপের মধ্য থেকে পরস্পর বিরোধী কথা আসছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।