300X70
শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি র‌্যাম্প মডেল-অভিনেত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: বাংলাদেশি র‌্যাম্প মডেল-অভিনেত্রী আফরিনা রাজিয়া তৃণ বিয়ের পিঁড়িতে বসেন এই মডেল। বর কোরিয়ান নাগরিক জিনবো চৈ। রাজধানীর শুটিং ক্লাবে কোরিয়ান নাগরিক জিনবো চৈর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বাংলানিউজ ও ডেউলি বাংলাদেশ

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার শুটিং ক্লাবে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে জমকালো আয়োজনে গাঁটছড়া বাঁধেন তারা। এর আগে ১৩ সেপ্টেম্বর অনুষ্টিত হয়ে তাদের গায়ে হলুদ।

একটি এনজিওর হয়ে পার্বত্য অঞ্চলে কাজ করেন কোরিয়ান যুবক জিনবো চৈ। চাকরির সুবাদে বাংলাদেশে আসেন। তৃণ’র সঙ্গে ঢাকায় পরিচয় হয়েছে বলে জানান, জিনবো চৈ। এই যুবকের ভাষ্য, ‘আমি তো প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি। মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারবো না। শব্দ দূষণ, বায়ু দূষণ সহ্য করতে পারছিলাম না। কিন্তু তৃণর সঙ্গে পরিচয়ের পর ধারণা পাল্টেছে। এখন আমি নিজেকে বাংলাদেশিই মনে করে। আর বিয়ে করে তো এ দেশের জামাই হয়ে গেলাম।’

জীবনসঙ্গী হিসেবে জিনবো চৈ-কে পেয়ে দারুণ খুশি তৃণ। তিনি বলেন, ‘আমার বর খুব ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

২০১১ সাল থেকে র‌্যাম্পের মঞ্চে নিয়মিত মুখ তৃণ। ২০১১ সালে কোরিওগ্রাফার লুনার মাধ্যমে একটি ফ্যাশন শোর মাধ্যমে তার পথচলা শুরু হয়। এরপর বাটেক্সপো, ঢাকা ফ্যাশন উইক, ব্রাইডাল শো, ঢাকার ৪০০ বছর, লাস্ট্রস রানওয়ে-সহ বেশকিছু ফ্যাশন শোয়ে হেঁটেছেন তিনি।

মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে পাঁচফুট আট ইঞ্চি উচ্চতার তৃণ নাম লেখা টিভি নাটক ও মিউজিক ভিডিওতে। তার অভিনীত নাটকগুলো হলো ‘চলো হারিয়ে যাই’, ‘সিগারেট’, ‘ভেজা ভেজা বৃষ্টিতে’ প্রভৃতি। সংগীতশিল্পী ঐশীর একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’র ‘তুমি চোখ মেলে তাকালে’ গানেও দেখা গেছে তাকে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :