ক্যাপিটাল মার্কেট এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, ক্যাপিটাল মার্কেট দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুঁজিবাজারে ভালো কোম্পানির পাশাপাশি দক্ষ বিনিয়োগকারীও দরকার। বিনিয়োগকারীদের এবিষয়ে উপযুক্ত শিক্ষা দরকার, তবেই ক্যাপিটাল মার্কেট থেকে ভালো কিছু আশা করা যায়।
শেয়ার বাজারে বিনিয়োগকারীদের এবিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। ক্যাপিটাল মার্কেট শক্তিশালী রাখতে বিনিয়োগকারীদের দক্ষতা দরকার। বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের অর্থনীতি অনেক শক্তিশালী হয়েছে। আমরা সফল ভাবে এমডিজি অর্জন করে পুরষ্কৃত হয়েছি। আগামী ২০৩০ সালের আগেই এসডিজি সফল ভাবে অর্জন করে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পেিরনত হবে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে সকলকেই কাজ করতে হবে। কোভিড-১৯ এর কারনে সারাবিশ^ যখন কঠিন পরিস্থিতি মোকাবেলা করছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী সিদ্ধান্তের কারনে বাংলাদেশের অর্থনীতি সচল ছিল। তিনি প্রনোদনা প্যাকেজের মাধ্যমে দেশে ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রেখেছিলেন। যার সুফল আমরা এখন পাচ্ছি। পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা প্রতিঠিত করতে হবে।
বাণিজ্যমন্ত্রী আজ (৫ জানুয়ারি) ঢাকায় ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনলাইন পত্রিকা অর্থসূচক আয়োজিত ‘আধার শেষে আসেই আলো পুঁজিবাজারও হবেই ভালো’ শ্লোগান সামনে রেখে তিনদিনব্যাপী “ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩” এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরী পোশাক। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর অনেক প্রতিকুল পরিবেশ মোকাবেলা করে তৈরী পোশাক খাত ঘুরে দাঁড়িয়েছে। পুঁজিবাজারকেও খারাপ অবস্থা থেকে ভালোর দিকে নিয়ে আসতে হবে। এজন্য এ সেক্টরের সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এলডিসি গ্রাজুয়েশনের পর আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। আমাদের দক্ষতা অভিজ্ঞতা দিয়ে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সফলভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অর্থসূচক এর সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত উল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা স্টক এক্সঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্রগ্রাম স্টক এক্সঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএপিএলসি) প্রেসিডেন্ট আনিস উদ দৌলা, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন(ডিবিএ) এর প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।