বাহিরের দেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি চার্চে তিন সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন একব্যাক্তি।
সোমবার স্যাকরামেন্টোর কাছের একটি গির্জায় এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ওই চারজনের বাইরে আরও এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাদের পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ঘটনাস্থলের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এলাকাটি এড়িয়ে চলতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন কাউন্টি শেরিফ।