300X70
শনিবার , ১৩ আগস্ট ২০২২ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কয়রায় জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৩, ২০২২ ১১:৩৩ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে চার গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে প্রবল জোয়ারে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ১৪/১ নং পোল্ডারের চরামুখা নামক স্থানে কপোতাক্ষ নদের তীরবর্তী খালের গোড়া এলাকায় রিংবাঁধের ৮০ মিটার ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। ভাঙনের ফলে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চার গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে মাছের ঘের। বন্যার আতঙ্কে রয়েছেন ইউনিয়নের ৩০ হাজার মানুষ।

দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য খোকন সরদার বলেন, দুপুরে জোয়ারে কপোতাক্ষ নদের পানি স্বভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে বাধঁ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে।আমরা এলাকাবাসী বাঁধের পাশে অপেক্ষা করছি,ভাঁটার সময়ে বাঁধ নিমার্ণের কাজে নেমে পড়বো। তিনি আরো বলেন,বাঁধ নিমার্ণ সম্ভব না হলে রাতের জোয়ারে পুরো ইউনিয়ন পানিতে তলিয়ে যাবে।

ইউনিয়নের বীনাপাণি গ্রামের বাসিন্দা মল্লিকা মৃধা বলেন,কিছুদিন আগেও আমাদের গ্রাম লোনা পানিতে প্লাবিত হয়েছে, বাঁধ নিমার্ণ করা সম্ভব না হলে রাতের জোয়ারে পানি বাড়িতে চলে আসবে।বাচ্চাদের নিয়ে ভয়ে আছি।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেশ বিশ্বাস বলেন,প্রবাল জোয়ারে জলোচ্ছ্বাসে রিংবাঁধ ভেঙে পানি প্রবেশ করছে,ভাঁটার সময় বাঁধের কাজ শুরু করা হবে।বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় জিনিস পাঠানো হয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :