পটুয়াখালী প্রতিনিধি : গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ভারতে কারাবন্দী জেলেদের ১৫ টি পরিবার পেলো খাদ্য সহায়তা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে লতাচাপলী ইউপির আলীপুর বন্দরে দুস্থ ও অসহায় এসব জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো.শহীদুল হক।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির, লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল, বাংলা টিভির মোঃ মনির হাওলাদার, মহিপুর প্রেসক্লাব সদস্য মহিবুল্লাহ পাটোয়ারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গভীর সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে ঘন কুয়াশার কবলে পড়ে পথ হারায় দেশের সর্বদক্ষিণের মৎস্য কেন্দ্র আলীপুর বন্দরের এফবি তানজিলা ও এফবি তাহিরা নামের দুটি মাছধরা ট্রলার।
পথ ভুলে ভারতীয় জল সীমনায় প্রবেশের পর ওই দুই ট্রলারে থাকা ১৫ জেলে ও ট্রলারসহ আটক করে ভারতীয় কোস্টগার্ড সদস্যরা। পরে ভারতীয় আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। আটক জেলেরা হচ্ছে পান্না মিয়ার মালিকানাধীন এফ,বি তানজিলা ট্রলারের মাঝি আলমগীর হোসেন, নাইম ফরাজী, রহিম মোল্লা, জহির, পান্না মিয়া, ইউসুফ, ইসমাইল, তারাইয়া, কবির আহম্মদ এবং শাহজাহান ফকিরের মালিকানাধীন এফ,বি তাহিরা ট্রলারের মাঝি মোঃ তৈয়ব, ড্রাইভার খাইরুল আমিন, ইব্রাহিম সরদার, ইসমাইল, কফিল উদ্দিন, জাহিদ। আটক এসব জেলেরা হচ্ছে পর্যটন নগরী কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
২০২১ সালের ২০ ডিসেম্বর থেকে কারাবন্দী এসব জেলেদের আজও পর্যন্ত মুক্তি মেলেনি। ফলে সংসারের উপর্জনক্ষম মানুষগুলো দেশের বাইরে বন্দীদশায় থাকায় দেশে জেলে পরিবারগুলোতে নেমে এসেছে দুঃখ দুর্দশার খড়গ।
এ নিয়ে সাংবাদিক সাইফুল ইসলাম রয়েল সংবাদ প্রকাশ করেন। পরে বিষয়টি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তিনি জেলে পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।