বাহিরের দেশ ডেস্ক: দীর্ঘদিন ধরে চলছিল পারিবারিক অশান্তি। এ নিয়ে জমে ছিল রাগ,ক্ষোভ, অভিমান। নিজের বাড়িতেই আগুন ধরিয়ে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন এক যুবক। ভারতের পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, আলু ব্যবসায়ী পরেশ পরেশ মণ্ডলের বাবা-মা পারিবারিক কহলের জেরে রাগ করে বাড়ি থেকে চলে যান। এরপর দুই সন্তান নিয়ে বাপের বাড়ি চলে যান পরেশের স্ত্রীও । এই ঘটনার পর স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ক্ষোভে-দুঃখে বাড়িতে আগুন ধরিয়ে দেন পরেশ। রাতেই দাসপুর থানার পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছয়। নিয়ন্ত্রণে আসে আগুন।
পরেশের আত্মীয় নির্মল সামন্ত বলেন, মানসিক চাপ থেকে এই ঘটনা ঘটিয়েছে পরেশ। আগুন ধরিয়ে বাড়ির বাইরে চলে আসায় পরেশের কোনো ক্ষতি হয়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি।
এদিকে, বাড়িতে আগুন লাগিয়েও রাগ মেটেনি পরেশের। এ ব্যাপারে তিনি বলেন, ওরা ঘর ছেড়ে চলে গেছে। সবাই রাগ দেখাচ্ছে আমার উপর। তাই আমি বাড়িতে আগুন ধরিয়ে দেব। এর পর চচ্চড়ি, খিচুড়ি রান্না করেছি। তার পর ঘরে আগুন দিয়ে দিয়েছি।