300X70
শুক্রবার , ১০ ডিসেম্বর ২০২১ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

খুলনায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১০, ২০২১ ১:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : ব্র্যাক ব্যাংক সম্প্রতি খুলনায় এজেন্ট ব্যাংকিং সম্মেলনের আয়োজন করে। সারাদেশে অল্টারনেট ব্যাংকিং চ্যানেলের দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ করার কৌশল ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করে ব্র্যাক ব্যাংক।

গত ২৬ নভেম্বর দিনব্যাপী এই সম্মেলনে এজেন্ট পার্টনার, এজেন্ট ফিল্ড অফিসার, এজেন্ট রিলেশনশিপ অফিসার, ব্রাঞ্চ নেটওয়ার্ক ও এসএমই ব্যাংকিং এর কর্মকর্তাবৃন্দ এজেন্ট ব্যাংকিং খাতের অবস্থা, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও তা উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন ।

অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক বৃদ্ধির জন্য সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। যাতে ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে অর্থনীতির মূলস্রোতে নিয়ে এসে জাতীয় উন্নয়নে অবদান রাখা যায়।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ব্র্যাক ব্যাংক এর হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান, খুলনা শাখার ম্যানেজার আল আমিন শেখ, ব্র্যাঞ্চ অপারেশন ম্যানেজার শেখ মনিরুল ইসলাম, খুলনা ডিভিশনের এজেন্ট ব্যাংকিং এর রিজওনাল কোঅর্ডিনেটর মাহবুবুল আলম, এজেন্ট ব্যাংকিং এর খুলনা রিজিওনের টিম লিডার নূর হোসেন ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

২০১৮ সালের অক্টোবরে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সূচনার পর থেকে ব্র্যাক ব্যাংক ৬৩টি জেলায় ৬৩০টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধমে দ্রুত বর্ধনশীল এজেন্ট ব্যাংকিংয়ের নেটওয়ার্কে পরিণত হয়েছে। ব্র্যাক ব্যাংক এর লক্ষ্য হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবার বাইরে থাকা সাধারণ মানুষদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার জন্য এজেন্ট ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে আবির্ভূত হওয়া।

ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্পর্কে:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অজনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়।

১৮৭টি শাখা, ৩৭৪ টি এটিএম, ৪৬১টি এসএমই ইউনিট অফিস, ৬০০টিরও বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। এগারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২০ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টাšত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :