খুলনা প্রতিনিধি
করোনা ক্রান্তি কালে স্থবির হয়ে পড়া ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন। লকডাউনের সাময়িক প্রসস্তিতে খুলনার দাকোপের পানখালি ইউনিয়নের যুব তরুণ সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন দেলুটি ফুটবল একাদশ ও বারুইখালি ফুটবল একাদশ । খেলার নির্ধারিত সময় গোল শুন্য থাকায় ট্রাইফেকারে ৩\১ গোলের ব্যবধানে বারুইখালি ফুটবল একাদশ বীজয় লাভ করেন।
সমগ্র খেলায় পৃষ্ঠপোষকতা দান করেন তরুণ ও যুব সম্প্রদায়ের আদর্শ যুবলীগ নেতা শেখ আব্দুল্লাহ আল মাসুম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উভয় দলকে পুরস্কার প্রদান করেন । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামির হ্যাচারীর ম্যানেজার লাভলু রাসেল, ইউপি সদস্য আনন্দ মোহন সরদার, সাবেক ইউপি সদস্য বিশ্বজিত বাওয়ালী, প্রসেঞ্জিত রায় প্রমূখ। খেলা পরিচালনা করেন পুষ্পেন সরকার সনু।