বাঙলা প্রতিদিন ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর নির্দেশনায় আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, এসপিপি, এনডিইউ, পিএসসি খুলনার শেখ আবু নাছের স্টেডিয়ামে ১,০০০ জন, গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় ৮০০ জন এবং নড়াইল জেলার করফায় ৯০০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এছাড়া, তিনি অত্র ডিভিশন কর্তৃক খুলনা ও নড়াইল জেলায় পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইন এ অসহায় ও দুঃস্থ মানুষদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
প্রতি বছরের ন্যায় এ বছরও, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সেনাসদস্যগণ।
ভবিষ্যতেও, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ৫৫ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে জিওসি আশাবাদ ব্যক্ত করেন।