300X70
বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গণধর্ষণের পর আগুন দিয়ে বাকপ্রতিবন্ধীকে হত্যার অভিযোগ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৩০, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকার কেরানীগঞ্জে এক বাকপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণের পর গায়ে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। লতা সরকার (৩২) নামের ওই নারীর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিলো।

গত সোমবার সন্ধ্যায় তার গায়ে আগুন দেয়া হয়। অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

নিহতের ছোট বোন পাখি অভিযোগ করে জানান, লতা জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী। পরিবারের সাথে কেরানীগঞ্জ কলাতিয়া আহাদিপুর এলাকায় থাকতেন। সোমবার সন্ধ্যার দিকে বাসার সামনে থেকে কয়েকজন তাকে সিএনজিতে উঠিয়ে কেরানীগঞ্জ কদমতলী পার্কের পাশে একটি এলাকায় নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে গণধর্ষণের পরে গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল জানান, সোমবার রাতে ৯৯৯ নাইনের মাধ্যমে খবর পেয়ে ওই দগ্ধ নারীকে সু-বাড্ডা চিতাখোলা সাবান ফ্যাক্টরির পাশে থেকে উদ্ধার করা হয়। এই বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

তিনি আরও জানান, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের ধরতে অভিযান চলছে। মৃত্যুর আগে সে ধর্ষণের শিকার হয়েছিল কি না ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :