300X70
শনিবার , ৬ আগস্ট ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গণপরিবহনে ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক বিকেলে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৬, ২০২২ ১:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ,বাঙলা প্রতিদিন:  জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে গণপরিবহনের ভাড়া সমন্বয় নিয়ে আজ শনিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবেন পরিবহন মালিকরা।

শনিবার (০৬ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে এই বৈঠক হবে বলে জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বাস পরিচালনার ব্যয় বেড়ে গেছে। তাই বাস ভাড়া সমন্বয় করা জরুরি। এ বিষয়ে বিকেল ৫টায় বিআরটিএ’র সঙ্গে বৈঠক করা হবে বলে জানান তিনি।

এদিকে, আজ সকাল থেকেই রাজধানীতে গণপরিবহনের সংখ্যা ছিল একেবারেই কম। এতে করে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। তাদের অভিযোগ এমনিতেই জনগণের নাভিশ্বাস অবস্থা, তার মধ্যে হঠাৎ করে জ্বালানি তেলের এমন মূল্যবৃদ্ধি।

শুক্রবার (০৫ আগস্ট) মধ্যরাতে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫২ শতাংশ বাড়িছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়েছে। অর্থাৎ এই দাম বৃদ্ধির হার প্রায় ৪২ শতাংশ।

লিটার প্রতি পেট্রলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়েছে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা। অর্থাৎ পেট্রল ও অকটেনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি। শুক্রবার রাত ১২টার পর থেকেই ভোক্তা পর্যায়ে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

 

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :