বাঙলা প্রতিদিন ডেস্ক : গণহত্যা দিবসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
বাউবির গাজীপুরস্থ ক্যাম্পাসে ২৫ মার্চ গণহত্যা দিবসে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
গণহত্যা দিবস উপলক্ষে আজ সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় মোমবাতি হাতে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্য চত্বরে মোমবাতি প্রজ্বলন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মোঃ শহীদুর রহমানসহ বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ কর্মসূচিতে অংশ নেন। বাউবির সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও একইরূপ কর্মসূচি পালন করা হয়।