গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে নানার বাড়ি বেড়াতে এসে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম আবু রায়হান। সে যশরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো : মানিক মিয়ার ছেলে । ঘটনাটি ঘটে শনিবার দুপুরে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামে।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি তার মায়ের সঙ্গে উথুরী গ্রামে বেড়াতে আসে। দুপুরের পর নানা বাড়ির উঠানে খেলাধুলার একপর্যায়ে পানির গর্তে পড়ে নিখোঁজ হয়। দুপুর আড়াই টার দিকে ঐ গর্তে মগ পড়ে থাকায় মগ তুলতে গিয়ে শিশুটির মা পানির নিচে শিশুটিকে দেখতে পায়।
পরে পানি থেকে শিশুটিকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু নিশ্চিত করে।