গাইবান্ধা প্রতিনিধি : সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া নুরু মুক্তি প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ সোমবার ভুক্তভোগী অসহায় দরিদ্র পরিবাদের উদ্যোগে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে। বিক্ষোভ সমাবেশ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগী অসহায় দরিদ্র পরিবারগুলো।
ভুক্তভোগী পরিবারের সদস্য রহিমা খাতুনের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ ক্ষেত মজুর ও কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকা, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, মাসুদা আক্তার ও ভুক্তভোগীদের পক্ষে হাসু বেগম, মজিরন বেগম, জসিম উদ্দিন, আমিনা বেওয়া, ছুরুতন বেওয়া প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা পরিষদের পিয়ন নুরুল ইসলাম নুরু ও তার সহযোগী মুক্তি বেগম বয়স্ক, বিধবা, চিকিৎসা, পুষ্টি, কর্মসৃজন প্রকল্পসহ নানা বিষয়ে ভাতা দেয়ার কথা বলে গরীব অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। যেন দেখার কেউ নেই।
এসব গরীব মানুষরা মহাজনি ঋণ, এনজিও থেকে ঋণ নিয়ে টাকা দিয়েছে। ফলে এসব ঋণ শোধ করতে না পেরে তারা সামাজিকভাবে হেনস্থা, অপমান, আর্থিক, মানষিক ও শারীরিকভাবে বিপর্যস্তের শিকার হচ্ছে। এখন পর্যন্ত প্রতারকদের বিচারের আওতায় নেয়া হয়নি। অথচ সমাজসেবা অফিসের নামে ভুয়া পাশবই, প্রতিবন্ধী কার্ড তৈরি করে বিতরণ করে প্রশাসনের নাকের ডগায়। এর কোন বিচার নেই। ফলে সবর্ত্রই চলছে লুটপাটের রাজত্ব।
এসবের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার জন্য সামাজিকভাবে সচেতন প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সেইসাথে অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নুরু মুক্তি প্রতারকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ টাকা উদ্ধারের কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান।