গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ২২টি ব্যাংকের ৪৮ জন প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ৮৬ লক্ষ টাকা
কৃষি ঋণ বিতরন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক লিড কর্তৃক ১০ টাকা ৫০ টাকা ও ১০০ টাকা হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের মানুষ, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত ৭৫০ কোটি টাকার পূনঃ আর্থায়ন স্কীম এর আওতায় ব্যাংক পদ্ধতিতে প্রান্তিক গ্রহদের মাঝে প্রকাশ্যে এ ঋণ বিতরন কর্মসূচির আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার সকালে স্থানীয় জিইউকের হল রুমে লিডি ব্যাংক হিসাবে সিটি ব্যাংক পিএলসি এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের
ফাইন্যাশিয়াল ইনকুশন ডিপাটমেন্ট এর সহকারি পরিচালক মাহামুদুল হাসান, বিশেষ অতিথি সিটি ব্যাংক পিএলসি এর এসএমই প্রধান কামরুল মেহেদী। সভাপতিত্ব করেন গাইবান্ধা সোনালী ব্যাংক পিএলসি এর উপ মহাব্যবস্থাপক মহাম্মদ আহসানুল কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে ঋণের চেক তুলে দেন।