গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সদর হাসপাতালের অনিয়ম দূর্নীতি বন্ধ সহ চিকিৎসা ব্যবস্থা উন্নতি ও অচল যন্ত্রপাতি সচল করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।
আজ দূপুরে গাইবান্ধা ডিবি রোডে নাগরিক মঞ্চের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত করা হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা বারের সাধারণ সম্পাদক ও নাগরিক মঞ্চের আহবায়ক সিরাজুল ইসলাম বাবু, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, এ্যাড. শাহ জামিল, এ্যাড কুশলা শিস চক্রবর্তী প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গাইবান্ধা সদর হাসপাতালের নানা অনিয়ম ও দূর্নীতি চলে আসছে। চিকিৎসা ব্যবস্থার অবনতি হয়েছে বলে জানান এবং সরকারি ঔষধ না পেয়ে প্রেসক্রিপশন নিয়ে বাহিরে ঔষধ কিনতে হয় সাধারণ রোগিদের । তাই অবিলম্বে এই সকল অনিয়ম ও দূর্নীতিবন্ধের দাবী জানান।