ফারুক হোসেন, গাইবান্ধা : গাইবান্ধা-৫ (সাঘাটা – ফুলছড়ি আসনে জাতীয় সংসদদের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক উপ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল মামুন গত শুক্রবার উপজেলার বোনারপাডয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পমাল্য অর্পণ করেন।
পরে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করবেন তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেষে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ নেতা শের সম্রাটসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।