বায়েজীদ হোসেন
ফুল মানুষ, জীন, পরি, প্রজাপতি, মৌ মাচি, ভ্রমরসহ অসংখ্য প্রাণীর প্রিয়, তাই ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। সেই ফুল যখন গাছ থেকে নারীর খোঁপায় অথবা ফুলদানিতে কিংবা দোকানে তোড়া হিসাবে ব্যবহার হয়, পরক্ষনেই সেই ফুলটির ডাস্টবিনে তার জায়গা হয়।
এতো ভালোবাসার বস্তুটি ব্যবহার হয়ে গেলেই কদর শেষে তার স্থান ডাস্টবিনে। এসব হয়তো হয় ফুলের অংকারের কারণে, ফুল নিজেকে যখনই ফুটিয়ে তোলে তারপরই তার কপালে নেমে আশে বিদায়ের পালা।
ফুল যখন ভূলে যায় সে গাছের সৌন্দর্য, সে নিজের মধ্যে অহংকার বোধে মেতে উঠে গাছথেকে চলে যেতে চায়, সে ভূলে যায় গাছ তার নিরাপদ স্থান।
নিজের সৌন্দর্যে সে নিজেই অহংকার অহমিকায় পড়ে গাছ থেকে মানুষের হাতে হাতে ঘুরার ইচ্ছা করে, তারপর এ হাত থেকে সে হাত এ ভাবে হাত বদলাতে বদলাতে যখন তার সৌন্দর্য নস্ট হয় তখন সে খোদ ব্যবহার কারীর কাছেই অপছন্দের কারণ হয়ে যায়।
তারপর তার ঠিকানা হয় ডাস্টবিন। তাই গাছের ফুল গাছেই নিরাপদ।
লেখক: সাংবাদিক