প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর জেলা সদরের জয়দেবপুর থানার ভবানীপুর শিরো মার্কেট এলাকায় আগুনে ৪টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
আজ শনিবার ১২(ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় তাইজুদ্দিনের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক তাইজুদ্দিন আকন্দ স্বদেশ প্রতিদিনকে জানান, তিনি ৪টি বাড়ি তৈরি করে তা স্থানীয় কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারা কারখানায় ডিউটিতে থাকাবস্থায় আগুনে সব জিনিসপত্র পুড়ে ছাইঁ হয়ে যায়।
আজ শনিবার ১২(ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১১টায় হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে । মুহূর্তেই আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে নিমিষেই ৪বসত ঘর ছড়িয়ে পড়ে।
এ ব্যপারে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসাইন রায়হান চৌধুরী বাঙলা প্রতিদিনকে জানান, আগুন লাগার বিষয়টি খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসত বাড়ীর আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শটসার্কিট থেকে বলে ধারনা করা হচ্ছে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।