গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭ ইউনিয়নে সরকারের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী ২০২০-২১ এর ২য় পর্যায়ের কাজ শুরু হয়েছে।
আজ শনিবার (১০ এপ্রিল) কামারদহ ইউনিয়নে ঘোরামার গ্রামের দহপাড়ায় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানিক ভাবে এ কর্মসংস্থান কর্মসূচীর উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। শারীরিক দূরত্ব বজায় রাখে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামারদহ ইউপির চেয়ারম্যান তৌফিকুল ইসলাম তৌফিক,বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম মন্ডল সহ অন্যরা।
এছাড়াও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ, ইউপি সদস্য রশিদুল ইসলাম এরম, গোলাম রব্বানী, শফিকুল ইসলাম, বিপুল, টুলু, রুবেল, হ্যাপি বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।