গাইবান্ধা প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে হিন্দু ধর্মাম্বলীর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, হরিরামপুর হাজির বাজার মনসা মন্দিরে প্রতিমা ভাংচুর সহ দেশ ব্যাপী সাম্প্রদায়িক সহিংসতায় হত্যা, অগ্নিসংযোগ, ভাংচুর, হামলা, লূন্ঠণ সহ অস্থিতিশিল পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির দেশব্যাপী সাম্প্রদায়িক বিরোধী দিবস পালন উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখা ওয়ার্কার্স পাটির আয়োজনে আজ ৬ নভেম্বর বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড এমএ মতিন মোল্লার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পাটি উপজেলা শাখার সদস্য কমরেড মমতাজ উদ্দিন, কমরেড আবুল কাসেম, কমরেড জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রমৈত্রীর সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া প্রমূখ।
বক্তরা বলেন, সবার জন্য নিরাপদ ও শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় চাল, ডাল, তেল-সার কীটনাশক কমাও। সকল খাস জমি ভূমিহীনদের দেওয়াসহ দুস্কৃতকারী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মেহনতি জনতাকে ওয়ার্কার্স পাটির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।