গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিতে সেচ দেয়ার সময় বজ্রপাতে হায়দার আলী(৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সাড়ে ১২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। হায়দার উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার পুত্র।
পারিবারিক সুত্রে জানা গেছে বেলা সাড়ে ১২ টার দিকে হালকা বৃষ্টির মধ্যে ধানের জমিতে পানি নেয়ার কাজ করছিল হায়দার আলী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে হায়দার আলী ঘটনাস্থলেই মারা যায়। হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।