শফিউর রহমান সভাপতি ও শিপন শেখকে সাধারণ সম্পাদক
গাইবান্ধা প্রতিনিধি:
শফিউর রহমানকে সভাপতি ও শিপন শেখকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশনের ৪১ সদসের গোবিন্দগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার দুপুর শহরের ৩নং ওয়ার্ডের কালিকাডোবাস্থ রন্ধন শালা ক্যাফে এন্ড রেস্টুরেন্টে মতবিনিময় ও আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে সুমন ইসলামকে সিনিয়র সহ সভাপতি,রেজাইল করিম,নজরুল ইসলামকে সহ সভাপতি,যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান,আবু জাহিদ বাবুসহ বিভিন্ন পদে ৪১ সদস্য কমিটির নাম ঘোষনা করে।
এরআগে শফিউর রহমান ছকুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিথুন চন্দ্র সরকার। অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলার সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।