গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ক্ষতিগ্রস্থ হিজরা সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা পরিষদের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।
গোবিন্দগঞ্জ উপজেলার মোট ২৫ জন হিজরা সম্প্রদায়ের জনগোষ্ঠীর মাঝে প্রত্যেককে ৫কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, আধা কেজি মনুর ডাল, আধা লিটার তেল, আধা কেজি চিনি ও একটি সাবান বিতরণ করা হয়।