গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ বি,এম বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারী কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম পারভেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ সরকার, সহকারী প্রধান শিক্ষক ননী গোপাল রায়, ম্যানেজিং কমিটির সদস্য সালাহ উদ্দিন আকন্দ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদুল হক, শাহের আলম আকন্দ ও নাহিদ আক্তার প্রমুখ।
এই বিদ্যালয়ে এবছর ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ৩৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছে- এর মধ্যে লটারির মাধ্যমে ২৫০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে বলে প্রধান শিক্ষক জানান। লটারী অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক সহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।