গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি: গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে ৬ হাজার ৯০৪ ভােট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো নজরুল ইসলাম মন্ডল । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ২৮৭ ভোট।
নৌকা প্রতীকের প্রার্থী ৬১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া লাঙ্গল প্রতীকের হেলাল মাহমুদ ১২৯ ভোট।
১৪ ফেব্রুয়ারী শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে এ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। পরে সন্ধ্যায় নির্বাচনের ৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান।