নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশনের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার সকালে মীরপুর গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমদ।
গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সিলেট বিভাগীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক অভিরর্জন রায়। পাবনা জোনে স্নিগ্ধা শামিনী সেহেলী।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে সারাদেশ থেকে ১২ হাজার কমকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করেন।