বাঙলা প্রতিদিন ডেস্ক : প্রিমিয়াম মেনজ গ্রুমিং ব্র্যান্ড, বিয়ার্ডো ও ইন্টারন্যাশনাল বিউটি ব্র্যান্ড, লিভন বাজারে নিয়ে আসলো এক্সক্লুসিভ ‘স্টাইলিং সল্যুশন’। পুরুষ ও নারীদের গ্রুমিং ও স্টাইলিং এর চাহিদাকে মাথায় রেখে এই ‘স্টাইলিং সল্যুশন’-টি বাজারে আনা হয়েছে যা দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।
পুরুষ ও নারীদের ব্যক্তিগত যত্ন, গ্রুমিং এবং স্টাইলিংকে নতুন মাত্রা দিতেই বিয়ার্ডো ও লিভন চারটি ভিন্ন ভিন্ন ‘কম্বো প্যাক’-এ এই ‘স্টাইলিং সল্যুশন’টি বাজারে এনেছে। কম্বো প্যাকগুলোতে থাকছে বিয়ার্ডো’র একটি প্রোডাক্ট যা পুরুষদের করে তুলবে আরও বোল্ড। এছাড়াও থাকছে লিভন-এর একটি প্রোডাক্ট যা নারীদের দেবে ডিভার মত লুক। সুগন্ধী থেকে শুরু করে নজরকাড়া হেয়ারস্টাইল কিংবা দাড়ির যত্ন নেয়া- গ্রুমিং এর দারুণ সব সমাধান দেবে এই ‘কম্বো প্যাক’ গুলো। চারটি কম্বো প্যাকের প্রত্যেকটিতে থাকছে বিয়ার্ডো’র একটি পণ্য- বিয়ার্ডো ডন পারফিউম বডি স্প্রে অথবা বিয়ার্ডো মাফিয়া পারফিউম বডি স্প্রে অথবা বিয়ার্ডো ক্লে ওয়্যাক্স অথবা বিয়ার্ডো গডফাদার বিয়ার্ড অয়েল। এছাড়াও, প্রতিটি কম্বো প্যাকেই থাকছে একটি লিভন হেয়ার সিরাম।
স্পেশাল এডিশনের এই ‘কম্বো প্যাক’গুলো শুধুমাত্র ই-কমার্স প্লাটফর্ম সাজগোজ, ওহসোগো ও দারাজে পাওয়া যাচ্ছে।