সংবাদদাতা, চট্টগ্রাম: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
দীর্ঘদিন ধরেই কমিটি নিয়ে বিরোধকে ঘিরে পক্ষে-বিপক্ষে আন্দোলন, মিছিলসহ নানা ইস্যুতে মাঠে ছিল ছাত্রলীগ। তবে মানবিক বিবেচনা করে করোনায়ও মাঠে-অসহায়দের পাশে ছিল ছাত্রলীগের নেতা-কর্মীরা। এবার ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে গেল।
আজ সোমবার দুপুরে কলেজের ভিতরে হওয়া সংঘর্ষের এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। এ সময় কলেজের আশ-পাশসহ বিভিন্ন স্থানে সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানান সংশ্লিষ্টরা। এরপরে দ্রুত পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান।
কলেজ প্রশাসন, ছাত্র, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজে ভাষার মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ। এ সময় ছাত্রলীগের উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন-বোরহান উদ্দিন (২৬), রিয়াজ (১৯), মো. সুলতান (১৯), প্রিন্স দাশ (১৯), মো. রাকিব (২০), এসএম ইব্রাহীম (২০), জনি দাশ (২১) ও নুর আলম (২২)। আহতরা সকলেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কলেজের ছাত্রলীগের উভয় গ্রুপের নেতারাসহ আমরা কলেজের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে আলোচনা সভা করছিলাম। তখন সবাই এক সঙ্গে ছিলাম। এরপর হঠাৎ বাইরে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনি। এরপর দেখি কলেজের শহীদ মিনারের আশপাশে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরে দ্রুত পুলিশ উপস্থিত হয়ে পৃথক গ্রুপকে বের করে দিতে দেখা গেছে বলে জানান তিনি।
মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশ বলেন, কলেজের কিছু ছাত্রলীগের কর্মী, বহিরাগত নিয়ে ক্যাম্পাসে এসেছিল। তারা আগেই রামদা, কিরিচ, লাঠি, কাচের বোতল জড়ো করে রাখে। এ সময় আমরা ফুল দিতে যাবার পর পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাছাড়া জনি দাশ, এম এ মনির, নুর আলম ও এইচ এম জাহিদ-এ চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত হওয়া মহসিন কলেজ ছাত্রলীগের (একাংশ) সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, শহীদ মিনারে ফুল দেয়ার বিষয়কে ঘিরে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথমে আমাদের এক ছোট ভাইকে চড়-থাপ্পড় দেয়। এরপর কোনো কারণ ছাড়াই এটা নিয়ে তারা উসকানি তৈরি করে। আমি বিষয়টি সমাধানের চেষ্টা করতে গেলে আমার উপর হামলা করে। এ ঘটনায় আমাদের ৫-৬ জন আহত হয়েছেন। তবে এটা নিয়ে থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা বা ফুল দেওয়ার সময় এ ঘটনা ঘটেছে। এখানে রাজনৈতিক কোনো প্রভাব না থাকলেও কলেজের নেতা-কর্মীদের ব্যক্তিগত দ্বন্দ্বে প্রথমে ঝগড়া, এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে আমরা দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে কোনো পক্ষই এ ঘটনায় অভিযোগ দেয়নি। এতে কেউই অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, ছাত্রলীগের কেউই জড়িত নন বা জানেন না, তবুও আমাদের দোষ হয় হয়ে যায় এমন ঘটনাও আছে। শহীদদের প্রতি শ্রদ্ধা বা ফুল দেয়ার বিষয়কে ঘিরে যে ঘটনা কলেজে ঘটেছে, সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। এখানে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
অন্যদিকে, চট্টগ্রামের ফটিকছড়িতে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১০ জনের মতো আহত হয়েছেন। তবে এ ঘটনা এখনও কোনো ধরনের অভিযোগ পাননি বলে জানান থানার দায়িত্বরত কর্মকর্তা।