চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রামের অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সপ্তাহখানেক আগে থেকে আতাউর রহমান সর্দি-কাশিতে ভুগছিলেন। গত ২৯ মার্চ করোনা পজিটিভ হয়ে তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আতাউর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মরদেহ নেওয়া হয়েছে।