আনন্দ ঘর ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় অভিনেতা, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক ব্রাত্য বসু। মঙ্গলবার রাতে এ খবর প্রকাশ করে ভারতীয় টেলিভিশন চ্যানেল এবিপি আনন্দ।
এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দমদম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ব্রাত্য বসু। বিজেপি প্রার্থী বিমল শঙ্কর নন্দাকে পরাজিত করে বিজয়ের হাসি হাসেন এই অভিনেতা।
গত ২ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। এদিনও ভক্ত-অনুসারীদের সামনে বক্তব্য দিয়েছেন ব্রাত্য। এ নিয়ে নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন। তবে ব্রাত্য বসুর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।
বেশ আগে রাজনীতিতে নাম লিখিয়েছেন ব্রাত্য বসু। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে দমদম আসন থেকে বিধায়ক নির্বাচিত হন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রিপরিষদে জায়গা দেন। গত মেয়াদে পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
ভারতে করোনার প্রকোপ ভয়াবহরূপে বৃদ্ধি পেয়েছে। তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। টলিউডের অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। এ তালিকায় রয়েছেন—জিৎ, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, দেব, রাজ চক্রবর্তী, রুক্মিনি মৈত্র, ভারত কৌল প্রমুখ। তবে এরা সবাই এখন করোনামুক্ত।