নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে বাড়তি ভাড়া আদায় করায় দুই বাস কাউন্টারে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ আগস্ট) লক্ষীপুরের রামগঞ্জ থেকে ঢাকাগামী বাস আলবারাকা পরিবহণ ও হিমালয় এক্সপ্রেসের চাটখিল বাস কাউন্টারকে এ অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া আলবারাকা পরিবহন কাউন্টারকে ১০ হাজার টাকা এবং হিমালয় এক্সপ্রেসের কাউন্টারকে ১০ অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় জানান,আদায়কৃত অর্থ যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।