নিজস্ব প্রতিবেদক, চাটখিল : নোয়াখালীর চাটখিল প্রেস ক্লাবের আয়োজনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মামুন হোসেন-এর সঞ্চালনায় সভাপতি মো: শোয়েব হোসেন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক সৈয়দ মুশফিকুর রহমান, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি ও প্রেস ক্লাবের সদস্য আবু তৈয়ব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান বাবর, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও প্রেস ক্লাবের সদস্য মেহেদী হাসান রুবেল, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সদস্য ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সদস্য কামরুল ইসলাম কানন, সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও প্রেস ক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী, চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নুর হোসেন কিরণ, সাংবাদিক আনিস আহমেদ, আলোকিত চাটখিল এর সম্পাদক সাংবাদিক হান্নান হায়দার, প্রেস ক্লাবের সদস্য রিয়াজ খান, সাংবাদিক নজরুল দেওয়ান, ও প্রেসক্লাবের সদস্য শেখ ফরিদ।
মতবিনিময় শেষে দৈনিক চাটখিল বার্তার নির্বাহী সম্পাদক ও চাটখিল প্রেস ক্লাবের সদস্য মাইন উদ্দিন বাধন উপস্থিত সাংবাদিকদের জন্য রাতের খাবারের আয়োজন করেন।