প্রতিনিধি, কেরাণীগঞ্জ
ঢাকার কেরাণীগঞ্জে চার পথ শিশুকে চুরির অভিযোগ এনে মধ্যযোগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে নূর ডাইং ওয়াশিং এর মালিক আব্দুল মালেক নামের এক কারখানা মালিকের বিরুদ্ধে। তাছাড়া এই ডাইং ওয়াশিং এর মালিক আব্দুল মালেকের বিরুদ্ধে বিস্তুর অভিযোগ রয়েছে এলকাবাসীর। নির্যাতিত ঐ চার শিশু হচ্ছে ইয়াছিন, রানা, হাসিব ও ওহিদ।
গতকাল দুপুরে আগানগর ইউনিয়নের ইস্পাহানি ঘাট এলাকায়র একটি কারখানায় এ ঘটানাটি ঘটেছে।
নিপা নামের এক নারী জানান, মালেক মিয়া চার, পাঁচজন শিশুকে রশি দিয়ে বেধে রেখে অমানবিক ভাবে অত্যাচার করেছেন। আগে থেকেই বধ চরিত্রের লোক, লোকজনকে বিনা করনে মারধর করেন। টাকার পয়সার গরমে কাউক মানুষ মনে করেন না। অনেক অল্প বয়সি বাচ্চাদের দিয়ে কাজ করান তার কারখানায়।
প্রত্যক্ষদশিরা আরো জানায়, চুরির অভিযোগ এনে শিশুটিকে দড়ি দিয়ে হাত পা বেধে শরীরে প্রহার ও চুল টেকে দেয় কারখানার মালিক মালেক । শিশুটির শরীরে রক্ত অবস্থায় উদ্ধার করেছেন কেরাণীগঞ্জে ক্যাম্প র্যাব ১০।
র্যাব জানান, ঘাতক মালেক পলাতক রয়েছে। দোষীদের আটকের চেষ্ঠা চলছে।