চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় লাটাহাম্বার (ইঞ্জিনচালিত অবৈধ যান) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন রেজা (৩৫) নামে যুবক নিহত হয়েছেন। রবিবার (১০ এপ্রিল) বিকাল ৪ টার দিকে আলমডাঙ্গা হারদি ওসমানপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন রেজা আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের কালিদাসপুর গ্রামের সৈয়দ আকরাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারদি ওসমানপুর সড়কে লাটাহাম্বার (ইঞ্জিনচালিত অবৈধ যান) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সুমন মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে লাটাহাম্বার (ইঞ্জিনচালিত অবৈধযান) তাকে পিষে দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাটাহাম্বার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন রেজা নামে যুবক নিহত হয়েছেন। লাটাহাম্বার চালক পলাতক রয়েছেন। কোন অভিযোগ না থাকাই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।