প্রতিনিধি, ডুমুরিয়া
খুলনা জেলার ডুমুরিয়ায় আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে গোটা উপজেলা। মনোনয়নপত্র সংগ্রহে ব্যস্ত সময় পার করছে চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিস থেকে দলীয় মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাসনা হেনা। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া উপজেলার ১নং ধামালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী।
এ সময় হাসনা হেনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ১ নং ধামালিয়া ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য দলীয় মনোনয়ন পেতে সকলের রায় ও দোয়া প্রার্থনা করে তিনি আরও বলেন, নির্বাচিত হলে দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ ও চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত ইউনিয়ন উপহার দেব।