নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ যশোরের চৌগাছা উপজেলার সীমান্তবর্তী বড় আন্দুলিয়া এলাকা দিয়ে স্বর্ণের একটি বিশাল চালান বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল বড় আন্দুলিয়া গ্রামস্থ পাঁকা রাস্তার পাশে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল ২ জন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে চৌগাছা থেকে সীমান্তের দিকে আসতে দেখে সন্দেহজনকভাবে তাদেরকে চ্যালেঞ্জ করে থামতে বলে।
উক্ত ব্যক্তিদ্বয় বিজিবি’র চ্যালেঞ্জ উপেক্ষা করে না থেমে মোটর সাইকেল চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় বিজিবি’র একটি টহলদল তাদেরকে ধাওয়া করে এবং আরেকটি মোটরসাইকেলটিকে সামনে থেকে বাধা দিয়ে আটক করে।
পরবর্তীতে বিজিবি টহলদল তাদের দেহ তল্লাশি করে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় আনুমানিক ১৩.৪৬৪ কেজি ওজনের মোট ৪৩টি (বড়-১০টি ও ছোট-৩৩টি) স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান সিজারমূল্য প্রায় ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের করত: তাদেরকে হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।