নিজস্ব প্রতিবেদক : চৌধুরী মইনুল ইসলাম ব্র্যাক ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ক্যামেলকো (প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা) হিসেবে যোগ দিয়েছেন। গত রোববার (২০ জুন) থেকে এ নতুন দায়িত্ব গ্রহণ করেন তিনি।
ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মইনুল আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) ব্যাংকের অভ্যšতরীণ নিয়ন্ত্রণ বিভাগের ব্যবস্থাপক হিসাবে তার ক্যারিয়ার শুরু করেন। ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের (এসসিবি) এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অফ কন্ডাক্ট অ্যান্ড ফিন্যান্সিয়াল ক্রাইম কমপ্লায়েন্স অ্যাডভাইজরি (সিএফসিসি) হিসাবে কর্মরত ছিলেন।
২০০৫ সালে এসসিবিতে যোগদান করেন এবং ২০১৬ সাল পর্যন্ত কাজ করেন মইনুল। এরপর তিনি আমেরিকার সানট্রাষ্ট ব্যাংকে এএমএল বিজনেস সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন। দেশে এসে তিনি পুনরায় এসসিবিতে যোগ দেন।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, মইনুলের অভিজ্ঞতা ব্র্যাক ব্যাংকের এএমএল ও কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।”
মইনুল এএমএল / সিএফটি কমপ্লায়েন্স, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষ একজন পেশাদার। তিনি অ্যাসোসিয়েশন অফ সার্টিফাইড অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্টস (এসিএএমএস) এর সদস্য এবং সিএএমএস সার্টফাইড। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্পর্কে:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যšত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অজনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘ইজঅঈইঅঘক’প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৩৭৪টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে।
গত চার বছরে ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। এগার লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২০ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টাšত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।