বাহিরের দেশ ডেস্ক : ছাত্রের সঙ্গে শিক্ষিকার প্রেমের সম্পর্কের ইতি টানায় আত্মহত্যা করেছে কিশোর ছাত্র। পুলিশ এ ঘটনায় শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে। ওই শিক্ষিকা সম্পর্কের ইতি টানায় ১৭ বছর বয়সী ছাত্র আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ২০ কিলােমিটার দূরের আমবাত্তুরের একটি সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে ওই শিক্ষক কাজ করেন।
পুলিশ জানায়, দশম শ্রেণিতে পড়ার পর থেকে তিন বছর ধরে ছেলেটিকে পড়াচ্ছিলেন ওই শিক্ষক। পড়াশােনা করতে মাঝে মধ্যে অন্য ছাত্রদের সঙ্গে ওই কিশাের শিক্ষিকার বাড়িতে যেত।
আমবার পুলিশ পরিদর্শক জোথিলক্ষ্মী বলেন, বাগদানের পর শিক্ষিকা ছেলেটির সঙ্গে সম্পর্ক শেষ করেন। ওই কিশাের অবশ্য সম্পর্ক চালিয়ে যেতে চেয়েছিল।
এক মাস আগে দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর আত্মহত্যা করে ওই কিশাের। এই মৃত্যুর পেছনে অন্য কোনাে কারণ রয়েছে বলে ধারণা করছেন কিশােরের মা।
পুলিশের দাবি, তারা কিশােরটির ফোনে শিক্ষিকার সঙ্গে তার ছবি খুঁজে পেয়েছে। এর জেরে ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, এই সপ্তাহের শুরুতে সালেম জেলায় কিশাের সহপাঠীকে বিয়ে করার অভিযােগে ২০ বছর বয়সী এক গর্ভবতী কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে তামিলনাড়ু পুলিশ।