নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকার আদালত থেকে ছিনতাই হওয়া দুই জঙ্গি দেশেই আছেন বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে তিনি পালিয়ে যাওয়া জঙ্গি আবু সিদ্দিক সোহেলের স্ত্রী ফাতেমা তাসনিম শিখাকে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন। পালিয়ে যাওয়া জঙ্গিরা দেশেই আছেন নাকি পালিয়ে গেছেন এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, তারা দেশেই আছেন। ছয়মাস ধরে তারা পরিকল্পনা করল, এরপর দুজনকে ছিনিয়ে নিল। এখানে কী গোয়েন্দারা ব্যর্থ এমন প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, সবকিছুই যে গোয়েন্দারা জানতে এমন কোনো কথা নেই। কাজটি তারা অতি গোপনে করেছে। স্ত্রী পরিচয় দিয়ে পালিয়ে যাওয়া জঙ্গির সঙ্গে দেখা করেছে। স্বামী-স্ত্রী যখন হাজত খানায় দেখা করেছে ইশারা ইঙ্গিতে তারা পালিয়ে যাবার প্লান বলেছে। আমরা যারা এসব নজরদারি করি, তাদের নজর এড়িয়ে তারা কাজটি করতে সক্ষম হয়েছে।
দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার দিন আবু সিদ্দিক সোহেলের স্ত্রী শিখা আদালত চত্বরে ছিল কি না এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, হ্যাঁ তারা সেখানেই ছিলেন।
পৃথক দুটি মোটরসাইকেলে জঙ্গিরা পালিয়ে গিয়েছিল। সেটা মনিটরিং করেছে শিখা আর আইমান। এই অভিযানে ১০/১২ জন অংশ নিয়েছিল।
গতবছরের ২০ নভেম্বর ঢাকার একটি আদালত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়া হয়। হামলা বা জঙ্গি ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্ত সংগঠনের শীর্ষ নেতৃত্ব পর্যায় থেকে এসেছে বলে জানিয়েছে সিটিটিসি। সংস্থাটির প্রধান বলেন, জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা শীর্ষ পর্যায় থেকে এসেছিল। এর বাইরে পরিকল্পনায় আরো যারা যারা ছিল, তাদের নামগুলো আমরা পেয়েছি। তবে তদন্তের স্বার্থে নামগুলো বলছি না।