বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান সরকারের একের একের পর এক উন্নয়ন করছে। এদিকে একটি সন্ত্রাসী চক্র পাহাড়ে জঙ্গীদের আশ্রয় দিয়ে সহযোগিতা করছে। জঙ্গী বা সন্ত্রাস থাকলে সে এলাকা উন্নতি হতে পারেনা। জঙ্গী ও সন্ত্রাসদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানান মন্ত্রী।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ডের অর্থায়নে রুমা বাস টির্মিনাল ও বিভিন্ন উন্নয়ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
পরে রুমার ৪টি ইউনিয়নের ১৫শ ৯৬ জন মানুষের মাঝে ভিজিডি কার্ড বিতরন করেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, পাহাড়ে জঙ্গী ও সন্ত্রাস দমন সেনাবাহিনী ও র্যাবের পক্ষে একা সম্ভব নয়। এসময় তিনি পাহাড়ে জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মামুন শিবলী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: শাহ আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাতসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রকল্পগুলো হল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ডের ৩কোটি ২৫লাখ ব্যয়ে বেথেল পাড়া ইসিসি জুনিয়র সানডে স্কুল ভবনের উদ্বোধন এবং ছেপো পাড়া বৌদ্ধ বিহার, রুমা বাস টার্মিনাল, মুনলাই পাড়া মাল্টি পারপাস সেন্টার ও জাইঅন পাড়া ইভানজেলিক্যাল খ্রীস্টিয়ান চার্চ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।