রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : দুর্নীতিগ্রস্ত আর নেতৃত্বহীন বিএনপিতে জনগণের আস্থা নেই মন্তব্য করে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দলটির পরিস্থিতি এখন আইসিইউতে অবস্থানের মতো।
প্রতিমন্ত্রী আজ কুড়িগ্রামের রৌমারীতে ফেরিঘাট উদ্বোধন ও ফেরি চলাচল উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ফখরুলরা বলেছে, আমেরিকা নাকি স্যাংশন দেবে। আর এখন প্রধানমন্ত্রী সে দেশের বাইডেনের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন। আর কোথায় আছে বিএনপি। বিএনপি এখন এভারকেয়ারে আইসিউইতে আছে। এটা প্রতিদিন শুধু খবর আসছে বিএনপি নাকি শেষ।’
এ সময় বিএনপির সাবেক শীর্ষ নেতাদের একটি অংশের নেতৃত্বে ‘তুনমূল বিএনপি’ নামে নতুন একটি দলের আত্মপ্রকাশের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে পত্রিকায় দেখলাম তৃনমূল বিএনপি হয়েছে। বিএনপির কোনো খবর নাই। একজন দুর্নীতি মামলায় আইসিউইতে আছে, আরেকজন পলাতক দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।‘
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে, বাংলাদেশে এখন নিজস্ব অর্থয়নে পদ্মা সেতু করে, বাংলাদেশ এখন রংপুর থেকে ঢাকা পর্যন্ত ৪ লেন রাস্তা করে, ঢাকা থেকে চিলমারী পর্যন্ত রেল লাইন চালু করেছে, কক্সবাজর পর্যন্ত রেল লাইন, মাতারবাড়ি সমুদ্রবন্দর, রৌমারি নৌ বন্দর। বাংলাদেশের মানুষ কেউ না খেয়ে থাকে না। এই যে অর্জন তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব।’
প্রতিমন্ত্রী আরো বলেন, চিলমারীতে ফেরি চলবে বলে সেখানকার মানুষের দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে। এজন্য কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর উপজেলা) আসনের সংসদ সদস্য প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনের ঐকান্তিক প্রচেষ্টা এবং তার অবদান স্মরণ করবে । তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ২০১৬ সালে চিলমারীতে বলেছিলেন, এখানে ফেরী চালু হবে। সেটা ’১৯ সালে যদি কোভিড না হতো, দেশের অর্থনৈতিক সংকট না থাকতো, এখানে অনেক আগেই ফেরী চলে আসতো।’
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, অতিরিক্ত সচিব বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।