নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বৃহস্পতিবার (২৮.০৭.২০২২) জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় ৩০ কর্মদিবস ব্যাপী কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের (ব্যাচ নং-০৫/২০২২) উদ্বোধন করেন।
উক্ত প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের মোট ৫০ জন শিক্ষানবীশ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রধান অতিথির বক্তব্যে ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও প্রশিক্ষণার্থীবৃন্দকে সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন।
জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকার প্রিন্সিপাল (জিএম) মোঃ রুহুল আমিনসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।