300X70
মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জননিরাপত্তা নিশ্চিত না হলে প্রকল্পের কাজ চলতে দেয়া হবে না : মেয়র আতিকুল ইসলাম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৬, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ‘যেকোনো নির্মাণ প্রকল্পে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। নির্মাণ প্রকল্প এলাকার কমপ্লায়েন্স, বিদ্যুৎ সংযোগের কমপ্লায়েন্স ও মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করেই কাজ চালাতে হবে। শুধু বিআরটি প্রকল্প নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত না হলে কোন প্রকল্পের কাজ চলতে দেয়া হবে না।’

আজ মঙ্গলবার (১৬ আগস্ট ২০২২) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোডে বিআরটি প্রকল্পের কাজ চলাকালীন গতকাল ক্রেন থেকে গার্ডার পড়ে ঘটিত দূর্ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন।

দূর্ঘটনার স্থান পরিদর্শন করে পাঁচজন নিহতের ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডিএনসিসি মেয়র বলেন ‘বিআরটি প্রকল্পের ক্ষেত্রে ব্যস্ত সড়কে প্রতিবন্ধকতা দিয়ে ভারী গার্ডার তুলতে হবে। একটি ক্রেন দিয়ে কাজ করার সময় যেকোনো ত্রুটি হতে পারে বা দূর্ঘটনা ঘটতে পারে। তাই উদ্ধার কাজ চালানোর জন্য বিকল্প আরও একটি ক্রেন প্রস্তুত রাখতে হবে। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও থাকার কথা। বিআরটি এগুলোর কিছুই করেনি।’

তিনি আরও বলেন, ‘ক্রেন দিয়ে গার্ডার তোলার সময় যান চলাচল বন্ধ রাখা বা বিকল্প পথ ব্যবহারের জন্য পুলিশের ট্রাফিক বিভাগকে অবহিত করে তাদের সহায়তা নেয়া উচিৎ ছিল। আমি খোজ নিয়েছি বিআরটি প্রকল্প থেকে ট্রাফিক বিভাগের সাথে কোন যোগাযোগ করা হয়নি। তাদের অবহেলার কারণেই দূর্ঘটনা ঘটেছে। এভাবে আর চলতে দেয়া যায় না’

এসময় উপস্থিত বিআরটি প্রকল্পের মহা ব্যাবস্থাপকের উদ্দ্যেশ্যে মেয়র বলেন, ‘প্রকল্প চলাকালীন নিরাপত্তার বিষয়গুলো সাইনবোর্ডের মাধ্যমে প্রদর্শন করতে হবে। প্রকল্প কবে শেষ হবে সেটিও সাইনবোর্ডে উল্লেখ করতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হলে ঢাকা শহরে প্রকল্পের কাজ চালানো যাবে না। আর একটি দূর্ঘটনাও যেন না ঘটে সেটি নিশ্চিত করতে হবে।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমরা গত সপ্তাহেও ডিএনসিসিতে ঢাকা শহরের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর প্রতিনিধিদের সাথে জনগণের নিরাপদ চলাচলের বিষয় নিয়ে সভা করেছি। জনগণের দূর্ভোগ যেন না হয় সেটি বিবেচনায় নিয়ে উন্নয়ন কাজ চালানোর আহবান করেছি।’

আগামী ১৮ আগস্ট বৃহস্পতিবার বিআরটি প্রকল্পের কমপ্লায়েন্স ইস্যু নিয়ে সভা করার ঘোষণা দেন মেয়র মোঃ আতিকুল ইসলাম।

পরিদর্শনকালে অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন বিআরটি’র মহা-ব্যবস্থাপক শফিকুল ইসলাম, ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

শাবিপ্রবিতে গভীর রাত পর্যন্ত ছাত্রীদের আন্দোলন, উপাচার্যের আশ্বাসে শান্ত

সবুজ অর্থনীতি নারীদের অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করতে সহায়তা করবে : অর্থ প্রতিমন্ত্রী

ইন্টারন্যাশনাল বিজনেস সামিট- ২০২১ এ বছর ওয়ালটনের ১’শ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির টার্গেট

আজ যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ২০ বছর

পঞ্চমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেলো বিএটি বাংলাদেশ

মধ্যরাতে ইউনিয়ন ব্যাংকের কম্বল বিতরণ

ব্যাংকগুলোতে নতুন করে সাইবার হামলার আশঙ্কায় অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা জারি

আগস্টে পণ্য রপ্তানি বেড়েছে ৩৬ শতাংশ

বিশ্বে মৃত্যু ৪৮ লাখ ৬৪ হাজার, শনাক্ত ২৩ কোটি ৮৬ লাখ

আইফোন ১৫ কিন‌তে স‌র্বোচ্চ ছাড় পা‌চ্ছেন বাংলা‌লিংক গ্রাহকরা

ব্রেকিং নিউজ :