আনন্দ ঘর ডেস্ক: জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী নাদিয়া তৃতীয় বিয়ে করলেন।
তিনি পাকিস্তানের জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী। ৪১ বছর বয়সী এই অভিনেত্রী তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন।
আর এই খবরটি নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি।
এর আগে তিন সন্তানের মা নাদিয়া খান দু’বার বিয়ে করেছিলেন। তবে সর্বশেষ কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তা জানাননি। কয়েক ঘণ্টার মধ্যে আরো ছবি পোস্ট করবেন বলে তিনি পোস্টে লিখেছেন।
নাদিয়া লিখেছেন, আগামী কয়েক ঘন্টার মধ্যেই ভক্ত ও অনুসারীদের জন্য আমার বিয়ের আরো ছবি পোস্ট করবো।
সোশ্যাল মিডিয়ায় একজনের সঙ্গে নাদিয়ার একটি ছবি ঘুরছে। এতে ধারণা করা হচ্ছে ছবির মানুষকেই বিয়ে করেছেন নাদিয়া।