বাঙলা প্রতিদিন ডেস্ক : ১৯৮১ সালের ২৭ জানুয়ারি গাইবান্ধা জেলার সদর উপজেলার শ্যামপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সাংবাদিক ও সংগঠক আশরাফুল কবির আসিফ।
৪৩তম জন্মদিন উপলক্ষে ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
আসিফ দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সাথে জড়িত। তিনি তাঁর সাংবাদিকতার পেশাদারিত্বের জন্য সাংবাদিক মহলে সুপরিচিত।
২০০৬ সালে দৈনিক যায় যায় দিনে সাব এডিটর ও কলাম লেখক হিসাবে যোগদানের মাধ্যমে শুরু হয় তাঁর সাংবাদিকতা জীবন।
এরপর বৈশাখী টেলিভিশনে রিপোর্টার পদে যোগ দিয়ে কর্মগুনে সিনিয়র রিপোর্টার ও যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি পান তিনি। ২০০৮ সালে যুগ্ম বার্তা সম্পাদক পদে কাজ শুরু করেন আরটিভিতে।
পরবর্তীতে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় যোগ দেন ২০১০ সালে।
সেখানে বার্তা সম্পাদক হিসেবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত কাজ করেন আশরাফুল কবির আসিফ। এরপর ২০২৩ সাল থেকে প্রকাশকের পাশাপাশি বাংলাদেশ গ্লোবালের সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।
সংগঠক হিসেবে সর্বমহলে পরিচিত আশরাফুল কবির আসিফ সরকারি নিবন্ধন প্রাপ্ত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)’-এর যুগ্ম সম্পাদক।
গত বছরের ৭ অক্টোবর অনুষ্ঠিত ওনাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হন তিনি। আর ২০১৮ সাল থেকে গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকা’র সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ।
রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র বিগত তিনটি কমিটিতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন৷ প্রথম মেয়াদে যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করার পর সবশেষ দুই কমিটিতে কার্যনির্বাহী সদস্য ছিলেন তিনি।
এছাড়া ২০১৭ সালে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক নির্বাচিত হন আশরাফুল কবির আসিফ।
দেশের অনলাইন উদ্যোক্তাদের সংগঠন ‘ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আসিফ।
এর বাইরে গাইবান্ধা সমিতি, ঢাকা’র আজীবন সদস্য তিনি। ব্যক্তিগত জীবনে আশরাফুল কবির আসিফ এক পুত্র সন্তানের জনক।