অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সম্প্রতি এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী যমুনার পণ্য ছড়িয়ে দিতে শুভ উদ্বোধন হয়ে গেল জামালপুর শহরের দড়িপাড়ায় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের নতুন প্লাজা
শুভ উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে যমুনা ইলেকট্রনিক্সের সকল হোম অ্যাপ্লায়েন্স পণ্যে ১০% ফ্ল্যাট ডিসকাউন্ট চলবে পুরো মাস ব্যাপী।এছাড়া নির্দিষ্ট মডেলের এলইডি টেলিভিশন ও রেফ্রিজারেটরে থাকছে ২৫% পর্যন্ত নগদ মূল্য ছাড়। আরও থাকছে লটারিতে ৩০০% পর্যন্ত ক্যাশ ভাউচার পাওয়ার সুবর্ণ সুযোগ। মোটরসাইকেল প্রেমীদের কথা মাথায় রেখে পেগাসাস মোটরসাইকেলে ২০৫০০ টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় থাকছে।
উক্ত অনুষ্ঠানে মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম , ব্র্যান্ড ম্যানেজার শরিফ আব্দুল্লাহ, ডিভিশনাল সেলস ম্যানেজার গোলাম সারওয়ার, এরিয়া ম্যানেজার ফারুক আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শোরুমটি উদ্বোধন করেন।
মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম বলেন, ক্রেতাদের আকৃষ্ট করতে যমুনা সব সময় পণ্যের মান এবং নতুন অফার নিয়ে কাজ করে যাচ্ছে। সামনের দিনে আরও নতুন ও আকর্ষণীয় ফিচার নিয়ে পণ্য বাজারজাত করতে যাচ্ছে যমুনা ইলেকট্রনিক্স। খুব শিগগিরই তা যমুনা প্লাজাগুলোতে ক্রেতারা দেখতে পারবেন।
শোরুমটি উদ্বোধনের প্রথম দিনেই ক্রেতাদের ভিড় ছিল দেখার মতো। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।